প্রচ্ছদ বিনোদন এবার মাদাম তুসোয় শ্রেয়া ঘোষাল

এবার মাদাম তুসোয় শ্রেয়া ঘোষাল

0
এবার মাদাম তুসোর জাদুঘরে স্থান পাবে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের মোমের মূর্তি।
জানা গেছে, আগামী জুনে ভারতে উদ্বোধন করা হবে মাদাম তুসোর শাখা। এ শাখাতেই শ্রেয়ার মূর্তি শোভা পাবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদাম তুসোয় ইতিহাসের অংশ হতে পেরে আমি দারুণ খুশি। প্রতিভাবান সব তারকা, শিল্পী, ঐতিহাসিক ব্যক্তিদের পাশে থাকতে পেরে খুব গর্বিত মনে হচ্ছে।’

প্রসঙ্গত, ভারতে নিজেদের ২৩তম শাখা খুলতে যাচ্ছে মাদাম তুসো কর্তৃপক্ষ। এতে ভারতের ইতিহাস, ক্রীড়া, সঙ্গীত, চলচ্চিত্র এবং টিভির ৫০ জন বিখ্যাত ব্যক্তির মোমের ভাস্কর্য প্রদর্শন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগাছে বিএমডব্লিউ’র ধাক্কা, স্ত্রীসহ চ্যাম্পিয়ন রেসার নিহত
পরবর্তী নিবন্ধনিঃস্বার্থ ভালোবাসার উইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here