কুমিল্লার চৌদ্দগ্রামে গত ৩ ফেব্রুয়ারি পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও জেলার হোমনা-তিতাস সংসদীয় আসনের সাবেক এমপি এম কে আনোয়ারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি উচ্চ আদালতের নির্দেশে কুমিল্লার ৫নং আমলী আদালতে হাজিরা দেন। এ সময় আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী আইকন পরিবহনের একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় মোট ৮ জন যাত্রী নিহত হন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে গত ৩ আগস্ট কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন বিএনপি’র কেন্দ্রীয় নেতা এম কে আনোয়ার। তাঁর পক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু ও মো. হারুনুর রশিদ জানান, উচ্চ আদালত ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য এম কে আনোয়ারকে নির্দেশ দিয়েছিল। কিন্তু মামলার মূলনথি কুমিল্লার আদালতে না পৌঁছায় গত ৩ আগস্ট তিনি আদালতে হাজির হলেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।