অনলাইন ডেস্ক: ভারতীয় নতুন ধারার চলচ্চিত্রে তিনি অনন্য নাম শাবানা আজমি। গেল ডিসেম্বরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন তিনি। তাকে নিয়ে নতুন খবর হলো, তাকে মনোনীত করা হয়েছে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
‘নিরজা’ ছবিতে দারুণ অভিনয়ে সেরা সহশিল্পী ক্যাটাগরীতে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তিনি।