প্রচ্ছদ বিনোদন এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড মনোনয়নে শাবানা আজমি

এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড মনোনয়নে শাবানা আজমি

0
অনলাইন ডেস্ক: ভারতীয় নতুন ধারার চলচ্চিত্রে তিনি অনন্য নাম শাবানা আজমি। গেল ডিসেম্বরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন তিনি। তাকে নিয়ে নতুন খবর হলো, তাকে মনোনীত করা হয়েছে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
‘নিরজা’ ছবিতে দারুণ অভিনয়ে সেরা সহশিল্পী ক্যাটাগরীতে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তিনি।
সহশিল্পী শাখায় শাবানা আজমির সঙ্গে আছেন ‘ম্যান ওয়ার্ল্ড’ সিনেমার অভিনেত্রী ইলাইন জিন, ‘দ্য হ্যান্ড মেইডেন’ ছবির অভিনেত্রী মুন সু রি, ‘দ্য মোহিকান কামস হোম’ সিনেমার অভিনেত্রী মায়েদা আতসুক ও ‘সি ইউ টুমরো’ সিনেমার অভিনেত্রী লিন শ।
এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড একাডেমির আয়োজনে এ অনুষ্ঠান হবে আগামী মার্চ মাসে হংকং কালচারাল সেন্টারের গ্র্যান্ড থিয়েটারে।
পূর্ববর্তী নিবন্ধসরকার ফ্যাসিস্ট বাহিনী দিয়ে বিএনপি ধ্বংস করতে চায় : মির্জা ফখরুল
পরবর্তী নিবন্ধইইউ একক মার্কেটেও থাকবে না যুক্তরাজ্য: থেরেসা মে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here