ছুটির ভোর, কফির কাপে আয়েশী চুমুক দিতে যখনই ঠোঁট পৌঁছায় কাপের সীমান্তে, কেউ একজন যেন বলে উঠলো I HATE YOU! যে বলেছে সে বারংবারই বলে। অথচ জানে, খুব ভালই জানে, কতটুকু ভালোবাসি তাঁকে! তারপরও যখন বলে! পৃথিবীর শরীর অতিক্রম করে ভালোবাসা, ছুটে গিয়ে ছুঁয়ে দেয় তাঁর অভিমানে ফুলে থাকা লাল টুকটুকে ঠোঁট! তারপরও সে বলে I HATE YOU! যদিও তখন সময়ের ফ্রেমে চিরবন্দি হয় তাঁর মুচকি হাসির ঝিলিক!