প্রচ্ছদ রূপচর্চা কি ভাবে তৈরি করবেন কলার ফেসপ্যাক

কি ভাবে তৈরি করবেন কলার ফেসপ্যাক

0
ছবি: সংগৃহীত।
রেহানা মজুমদার: বয়স বাড়ার সাথে অনেকের চেহারা কুঁচকে যায় এবং বয়সের ছাপ বৃদ্ধি পায়। চেহারার লাবন্যতা ধরে রাখতে অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরণের ফেসপ্যাক ব্যবহার করেন। আজকে সহজ উপায়ে ঘরোয়া উপাদানে কি ভাবে কলার ফেসপ্যাক ঘরে তৈরি করবেন তা জেনে নিন।
যেভাবে কলা ফেস মাস্ক তৈরি করবেন
* ১ – ম্যাশড কলা
* ১/২ – লেবুর রস
* ১ চা চামচ – মধু
একটি বাটিতে সব উপকরণ যোগ করে ভালো মিশ্রণ তৈরি করুন। এখন আস্তে আস্তে আপনার মুখে প্রয়োগ করুন। এটি ধোয়ার আগে কিছুসময়ের জন্য শুকিয়ে যেতে দিন। যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এই ফেস প্যাকটি সত্যিই ভাল কাজ করে; এটা ত্বককে নরম এবং সম্পূরক করে তোলে।
কলা পটাশিয়াম সমৃদ্ধ এবং এটি ত্বক হাইড্রেট করতে সাহায্য করে। এছাড়াও রিঙ্কল প্রতিরোধ করতে সাহায্য করে। এটি ব্রণর জন্য একেবারে উপযুক্ত চিকিৎসা।
লেবু কালো দাগ এবং ব্রণ দূর করতে সাহায্য করে। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে।