প্রচ্ছদ আন্তর্জাতিক জর্ডানে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

জর্ডানে ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

0
অনলাইন ডেস্ক: জর্ডানে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর সন্ত্রাসী গ্রুপের নতুন হামলার হুমকির কারণে মার্কিন পররাষ্ট্র দফতর দেশটিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ও তাদের মদদপুষ্ট জঙ্গিরা দেশটিতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
গত সপ্তাহ থেকে জর্ডানে বিভিন্ন হামলায় ১২ জনের বেশী লোক নিহত হয়। এদের মধ্যে কানাডার এক সন্ত্রাসী রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর মিশরে মার্কিন নাগরিকদের ওপর একই ধরণের হামলার হুমকির সতর্কতা জারি করেছে। দেশটিতে একের পর এক হামলার কারণে তারা এ সতর্কতা জারি করে। ওই সতর্ক বার্তায় মার্কিন নাগরিকদের সিনাই উপদ্বীপ ও ওয়েস্টার্ন ডেজার্ট অঞ্চলে সফর এড়িয়ে চলার কথা বলা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর আরো জানায়, সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনগুলো জর্ডানে মার্কিন নাগরিক ও পশ্চিমা স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা অব্যাহত রেখেছে। কারণ, আইএসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জর্ডানকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে।
-বাসস ও বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here