প্রচ্ছদ বৃটেন তৃতীয়বারের মত বাবা হতে যাচ্ছেন উইলিয়াম-কেট দম্পতি

তৃতীয়বারের মত বাবা হতে যাচ্ছেন উইলিয়াম-কেট দম্পতি

0

নারী ডেক্স: তৃতীয় বারের মত গর্ভধারণ করেছেন ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামের স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। সোমবার যুক্তরাজ্যের কেনসিংটস রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করা হয়।

এই দম্পতি ২০১৩ সালে প্রথম পুত্র সন্তান প্রিন্স জর্জের জন্ম দেন, পরবর্তীতে তাদের কোল আলো করে আসে কন্যা সন্তান প্রিন্সেস চার্লোট। রাজপরিবারের নতুন সদস্যের আগমনের খবরে রাণী এলিজাবেথ ও দুই পরিবারই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সোমবার সকালে লন্ডনের হর্নসে রোড চিলড্রেন সেন্টারে যাওয়ার কথা ছিল কেট মিডলটনের। কিন্তু আগের দুই গর্ভাবস্থার মত এবারও মর্নিং সিকনেসে আক্রান্ত হওয়ায় সেই শিডিউল বাতিল করা হয়েছে। বিবিসি।
পূর্ববর্তী নিবন্ধভারতে একযোগে ৫ মন্ত্রীর পদত্যাগনারী ডেক্স:
পরবর্তী নিবন্ধসমকামী বিবাহ নিয়ে অস্ট্রেলিয়ায় ভোটের সিদ্ধান্ত চ্যালেঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here