প্রচ্ছদ বিনোদন দ্বিতীয় বিয়ে করলেন সঙ্গীতশিল্পী আনুশেহ

দ্বিতীয় বিয়ে করলেন সঙ্গীতশিল্পী আনুশেহ

0
অনলাইন ডেস্ক: জনপ্রিয় লোকজ সঙ্গীত তারকা আনুশেহ আনাদিল আবারো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শুক্রবার মার্কিন নাগরিক গিটারিস্ট সেথ পান্ডুরাঙা ব্লুমবার্গকে বিয়ে করেছেন।
দুই সন্তানের জননী আনুশেহ আনাদিলের এটি দ্বিতীয় বিয়ে। আগে তিনি সংগীতশিল্পী বুনোকে বিয়ে করেছিলেন। সেই ঘরে আরাশ ও রাহা নামে আনুশেহর দুই সন্তান রয়েছে। বছর সাতেক আগে বুনোর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
রাজধানীর বনানীতে আনুশেহর মা লুবনা মারিয়ামের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুক্রবার দুপুরে বিয়ের পরপরই আনুশেহর মা ফেসবুকে মালাবদলের ছবিসহ শুভকামনা জানিয়ে স্ট্যাটাস দেন।
গিটারিস্ট পান্ডুরাঙা বছর সাতেক ধরে বাংলাদেশে থাকছেন। তার জন্ম যুক্তরাষ্ট্রে। আমেরিকার মিশিগানের বাসিন্দা পান্ডুরাঙা ব্লুমবার্গ। ঢাকায় ‘যাত্রা বিরতি’ নামে আনুশেহ-পান্ডুর একটি মিউজিক্যাল রেস্তোরাঁ রয়েছে। এ রেস্তোরাঁটি এখনো চলছে। ‘বাহক’ নামের একটি ব্যান্ডদলও গঠন করেছেন এই জুটি।
পূর্ববর্তী নিবন্ধব্রিটেনের রাণীর ৯০তম জন্মদিনের বিশেষ ছবি প্রকাশ
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যের বাণিজ্য দূত রোশনারা আলী ঢাকায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here