প্রচ্ছদ বাংলাদেশ নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন পেছাল

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন পেছাল

0
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। আগামী ১২ ‍এপ্রিল এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ এম আমিনুল ইসলাম এই দিন ধার্য করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সাতজন আসামি আজ আদালতে না এসে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ঠিক করে দেন।
খালেদা জিয়ার পক্ষে ওই আবেদন জানিয়ে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেজবাহ। দুদকের পক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল শুনানি করেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক। পরের বছর ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
মামলা অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
পূর্ববর্তী নিবন্ধকানাডায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী নারী নিখোঁজের সংখ্যা ‘ধারণার বাইরে’
পরবর্তী নিবন্ধরূপচর্চায় কমলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here