প্রচ্ছদ আরও ‘পরবাসী’

‘পরবাসী’

0

মিশকাত চৌধুরী:

শূন্যটা কি শূন্য কেবল তার মাঝে আছে মহাশূন্য
সে শূন্যেতে সূর্য হাসে চাঁদ যে থাকে প্রসন্ন
জীবন চাকায় খয় ধরেছে মরণ করে যে বিষণ্ণ
কি যে মায়া ছাড়তে কায়া বুঝে না পায় এ নগণ্য
কিসের ভুবন কিসের আপন কিসের চলাচল
একদিন তো হতে হবে নীরব নিথর পাথর
এ জীবনের চাওয়া পাওয়া সব কিছুতেই প্রশ্ন
তুমি কি গো আমার সেই নাম না জানা কৃষ্ণ
তোমার দেয়া ফাগুন এসে কাঁদাল যে আমায়
মোর চোখের ঐ জলধারা পুলক দিল যে তোমায়
সৃষ্ট হল ভালবাসা পৃষ্ট হল আদর আশা
তোমায় পাওয়া সে তো যে মোর কোন দুরাশা
তৃপ্ত হল চোখটি আমার লুপ্ত হল হাসি
আমি যে হায় নিজের মাঝে নিজেই পরবাসী

পূর্ববর্তী নিবন্ধ‘তোমায় দেব বলে’
পরবর্তী নিবন্ধস্বাধীনতা তুমি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here