নারী ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এ ঈদ কার্ড আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে পৌঁছে দেন দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।
টিপু বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের এ ঈদ কার্ডটি আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আমরা পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগের সাবেক সহ-দফতর সম্পাদক সেকেন্দার আলী মোল্ল্যা ঈদ কার্ডটি গ্রহণ করেছেন। এসময় আরেক সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান জনী উপস্থিত ছিলেন।’
চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়া। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন তিনি। সেখানে পরিবারের সঙ্গে ঈদ করবেন।
এর আগের দিন বুধবার একইভাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঈদ কার্ড পাঠান।