প্রচ্ছদ আন্তর্জাতিক ফতোয়া জারি করতে পারবেন সৌদি নারীরা

ফতোয়া জারি করতে পারবেন সৌদি নারীরা

0

অনলাইন ডেস্ক: সৌদি নারীরাও এবার থেকে  ফতোয়া জারি করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে দেশটির শুরা কাউন্সিল। নারীদের ফতোয়া জারির ব্যাপারটি শুরা কাউন্সিলে বিপুল ভোটে পাশ হয়। এর মাত্র, দুদিন আগেই নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞাও তুলে নেয় সৌদি আরব।

বিশ্লেষকরা সৌদি আরবের এসব সিদ্ধান্তে সুদূরপ্রসারী পরিবর্তনের ইঙ্গিত দেখছেন। তেলের দাম পড়ে যাওয়ায় সৌদি আরব এখন বিরাট অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মুখে পড়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন নানা ধরণের সংস্কারের মাধ্যমে তার দেশকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন।

শুরা কাউন্সিলে নারীদের ফতোয়া জারির অধিকার প্রদানকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে শুরা কাউন্সিলের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সৌদি বাদশাহকে একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে মহিলা মুফতির পদ তৈরি করতে হবে। সৌদি আরবের যে কট্টর রক্ষণশীল ভাবমূর্তি, এসব সিদ্ধান্তের ফলে সেই ভাবমূর্তি অনেকখানি কাটিয়ে তোলা যাবে বলে মনে করা হচ্ছে।

-বিবিসি।
পূর্ববর্তী নিবন্ধআরাকান মুসলমানদের ইতিহাস
পরবর্তী নিবন্ধচীনে মুসলিমদের কোরান ও জায়নামাজ হস্তান্তরের নির্দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here