অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ড মার্কিন এক কূটনীতিককে বহিষ্কার করেছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়।
ওই কূটনীতিকের বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ ছিল। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। কিন্তু ওয়াশিংটন তার ওপর থেকে ‘কূটনীতিক হিসেবে দায়মুক্তি’ তুলে নিতে অস্বীকার করায় এ পদক্ষেপ নেয়া হলো।
ওয়াশিংটন ওয়েলিংটনে নিযুক্ত ওই কূটনীতিকের ওপর থেকে ‘কূটনীতিক হিসেবে দায়মুক্তি’ তুলে না নেয়ায় নিউজিল্যান্ড কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি। তবে মার্কিন ওই কূটনীতিক কি ধরনের অপরাধ করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়, ওই কূটনীতিক ভাঙ্গা নাক ও চোখে আঘাতজনিত কালশিটে দাগ নিয়ে গত সপ্তাহে নিউজিল্যান্ড ত্যাগ করেন।