অনলাইন ডেস্ক: নিউইয়র্কে মুসলিমদের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করলেন চেলসি ক্লিনটন। রবিবার তার দুই বছর বয়সী মেয়ে শার্লটকে নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন বিল ও হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি।
তিনি অংশগ্রহণের ছবি টুইটারে দেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরোধীতাও করেন তিনি।
টুইটারে হিজাব পর মার্কিনী নারীর ছবি পোস্ট করে তিনি বলেন, ‘আই এম মুসলিম টু’ যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ। এটা শার্লটের প্রথম র্যালি।
Thank you to all who organized #IAmAMuslimToo today – Charlotte’s 1st protest rally. #NoBanNoWallNoRaids
বিক্ষোভ আয়োজনকারীদের মধ্যে ছিলেন হিপহপ তারকা রাসেল সিমন্স। এছাড়া সুসান সারান্দনের মতো তারকারাও তার সঙ্গে যোগ দেন।
পিপলস