প্রচ্ছদ আন্তর্জাতিক মেয়েকে নিয়ে মুসলিম সমর্থন সমাবেশে চেলসি ক্লিনটন

মেয়েকে নিয়ে মুসলিম সমর্থন সমাবেশে চেলসি ক্লিনটন

0
অনলাইন ডেস্কনিউইয়র্কে মুসলিমদের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করলেন চেলসি ক্লিনটন। রবিবার তার দুই বছর বয়সী মেয়ে শার্লটকে নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন বিল ও হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি।
তিনি অংশগ্রহণের ছবি টুইটারে দেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরোধীতাও করেন তিনি।
টুইটারে হিজাব পর মার্কিনী নারীর ছবি পোস্ট করে তিনি বলেন, ‘আই এম মুসলিম ‍টু’ যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ। এটা শার্লটের প্রথম র‌্যালি।
বিক্ষোভ আয়োজনকারীদের মধ্যে ছিলেন হিপহপ তারকা রাসেল সিমন্স। এছাড়া সুসান সারান্দনের মতো তারকারাও তার সঙ্গে যোগ দেন।
পিপলস
পূর্ববর্তী নিবন্ধএকুশে পদক পেলেন ১৭ গুণী ব্যক্তি
পরবর্তী নিবন্ধএকুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here