নারী ডেক্স: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক বাউলকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দারা।
২০০৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার চুরি যায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে প্রদীপ বাউরি নামে ওই বাউলের উপরে। বীরভূম জেলার বাড়ি থেকে বিশেষ গোয়েন্দা টিমের সদস্যরা তাকে গ্রেফতার করে।
এশিয়ার প্রথম নোবেল প্রাপকের পদক চুরি যাওয়া পুরো মহাদেশটির জন্য বড় এক কলঙ্ক। অথচ এক দশক কেটে গেলেও তদন্তের কোনও কিনারা হয়নি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, বাউরিকে গুজরাটে নিয়ে যাওয়া হতে পারে নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য। দু’সপ্তাহ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদ থেকে এটা স্পষ্ট যে, চুরির পুরো বিষয়ে তার কাছে তথ্য ছিল। পাশাপাশি, কারা এই চুরির সঙ্গে যুক্ত রয়েছে সে বিষয়েও তিনি জানতেন।
সূত্র: অনলাইন ডেক্স: