প্রচ্ছদ বাংলাদেশ রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে: সংসদে প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে: সংসদে প্রধানমন্ত্রী

0

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে। তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। মানবিক কারণে আমরা সাময়িকভাবে নিরপরাধ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছি। তবে রাখাইনে হত্যা-নির্যাতন বন্ধে অবশ্যই জাতিসংঘকে পদক্ষেপ নিতে হবে।

সোমবার রাত সাড়ে ৯টার পর জাতীয় সংসদে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে। এজন্য এ সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে।

এ বিষয়ে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে কথা বলবেন বলে সংসদে প্রধানমন্ত্রী জানান।

মুসলিম দেশগুলোর অনৈক্যের কথা তুলে ধরে তিনি বলেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাসহ বিশ্বের মুসলিমদের ওপর নির্যাতন করতে পারত না।

তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন করা হচ্ছে। যেভাবে সমুদ্র উপকূলে আয়নাল কুর্দির লাশ পাওয়া গিয়েছিল সেভাবে নাফ নদীতে রাখাইন মুসলিম শিশুদের লাশ পাওয়া যাচ্ছে।

মিয়ানমারে রাখাইন রাজ্যে এ সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে মন্তব্য করে  শেখ হাসিনা বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও সমস্যা ছিল। কিন্তু আমরা সেটা রাজনৈতিকভাবে সমাধান করেছি। এমন সমস্যা সামরিক কায়দায় সমাধান করা সম্ভব নয়। এজন্য রাখাইন রাজ্যের সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here