প্রচ্ছদ জানা-অজানা শারীরিক সম্পর্ক না করলে ফুটবল খেলা যায় না: গার্দিওলা

শারীরিক সম্পর্ক না করলে ফুটবল খেলা যায় না: গার্দিওলা

0
পেপ গার্দিওলা। ফুটবল গুরুদের মধ্যে যে কয়েকজন শীর্ষস্থানীয় রয়েছেন তার মধ্যে অন্যতম তিনি। বার্সালোনার কোচ থাকাকালীন ক্লাবটিকে জিতিয়েছেন বহু শিরোপা।

তবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ হিসেব খুব বেশি সফলতা দেখাতে পারেননি তিনি।

ফুটবলের এই গুরু খেলোয়াড়দের ভালো খেলার একটি গোপন কথা জানিয়েছেন। যা তিনি বার্সা সুপারস্টার লিওনেল মেসিকে দিয়েও করিয়েছেন। আর তা হল নিয়মিত শারীরিক সম্পর্ক।

পেপের দাবি, ভালো ফুটবল খেলতে হলে স্ত্রী বা বান্ধবীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক করা উচিৎ।

সম্প্রতি এক ফরাসি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে প্রাক্তন ম্যান সিটি স্ট্রাইকার সামির নাসরি জানিয়েছিলেন, ফুটবলারদের সেক্স নিয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন গার্দিওয়ালা।

তিনি আরও জানিয়েছিলেন, বার্সেলোনায় থাকাকালীন এই অনুশাসনেই পেপ ফিট করে তুলেছিলেন লিওনেল মেসিকে!

কিন্তু সেই দাবি রাতারাতি খারিজ করে দিয়েছেন গার্দিওলা। তিনি বলেছেন, পার্টনারের সঙ্গে সেক্স না করলে মাঠে সেরা ফুটবল খেলা অসম্ভব। আমি অন্তত কোনোদিন এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করিনি বা করব না।

পূর্ববর্তী নিবন্ধসূর্যের আলো গায়ে না লাগলে ভয়ংকর রোগ!
পরবর্তী নিবন্ধআজমির শরিফে বিশ্ব শান্তি সম্মেলন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here