সিলেটে শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসব উদ্যাপিত হবে আগামী ১৫ই ফেব্রুয়ারি। রোববার রাতে নগরের বারুতখানা এলাকায় এক প্রস্তুতিসভা শেষে আয়োজকরা এসব তথ্য জানান। শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের উদ্যোগে ও প্রথম আলোর সহযোগিতায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে বিকাল ৪টায় এ অনুষ্ঠান শুরু হবে। জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক কবি শুভেন্দু ইমাম জানান, উৎসবে বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা গবেষক ও শিল্পীরা উপস্থিত থাকবেন। এ ছাড়া প্রয়াত বাউলের মূল ঘরানার শিষ্যরা সংগীত পরিবেশন করবেন।
আলোচনা সভা, নৃত্য, সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাউলকে স্মরণ করা হবে। উৎসব উপলক্ষে একটি সুদৃশ্য স্মারকও প্রকাশ হবে। প্রস্তুতি সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, নৃত্যব্যক্তিত্ব অনিল কিষণ সিংহ, কবি তুষার কর, আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, আইনজীবী মঈনুদ্দিন আহমদ জালাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমাদ দীন, নাট্য সংগঠক মু. আনোয়ার হোসেন রনি, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সভাপতি সৈয়দ মনির হেলাল, বর্তমান সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, সিলেট জেলা শিশু একাডেমির সাবেক জেলা সংগঠক মাহবুবুজ্জামান চৌধুরী, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রণবকান্তি দেব প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া প্রবীণ রাজনীতিবিদ বাদল কর, বাউল আবদুর রহমান, কবি পুলিন রায়, সাংবাদিক উজ্জ্বল মেহেদী, নাট্য সংগঠক হুমায়ূন কবির জুয়েল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সোহেল রানা, সাংবাদিক ছামির মাহমুদ, দেবাশীষ দেবু, বশির আহমদ জুয়েল, বাউল বশিরউদ্দিন সরকার, চিত্রশিল্পী সুভাষ চন্দ্র নাথ, নাট্যকর্মী সুপ্রিয় দেব শান্ত, ব্যাংক কর্মকর্তা রেবতী মোহন সরকার, পার্থ তালুকদার, চিত্রনির্মাতা খলিলুর রহমান ফয়সাল, ব্যাংক কর্মকর্তা মলয় সরকার, নাট্যকর্মী রুমন আহমদ, পল্লব হোম দাস, বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষক রিংকু তালুকদার, আরিফা খাতুন কচি, এ কে কুদরত পাশা, মো. মোমেন মিয়া, তুহীন আলম, অভিজিৎ পাল, গোলাম সারোয়ার শুভ, ডা. তায়েফ আহমদ চৌধুরী।