প্রচ্ছদ আন্তর্জাতিক ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’ রিচার্ড অ্যান্ডারসন আর নেই

‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’ রিচার্ড অ্যান্ডারসন আর নেই

0
অনলাইন ডেস্ক: ৭০এর দশকের সাড়া জাগানো জনপ্রিয় সায়েন্স ফিকশন টিভি সিরিজ ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’-এর অন্যতম অভিনেতা রিচার্ড অ্যান্ডারসন আর নেই।
রিচার্ড অ্যান্ডারসনের মুখপাত্র জনাথন টেলর-এর তথ্যমতে, নিউ জার্সিতে জন্মগ্রহণকারী রিচার্ড অ্যান্ডারসন ৯১ বছর বয়সে বৃহস্পতিবার তার বেভারলি হিলসের বাড়িতে মারা যান। ১৯৭৪ সালে বিখ্যাত সিক্স মিলিয়ন ডলার ম্যান টিভি সিরিজ দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌছান অ্যান্ডারসন।
ওই টিভি সিরিজ পরবর্তীতে দ্য বায়োনিক উইমেন, দ্য রিটার্ন অব দ্য সিক্স মিলিয়ন ডলার ম্যান অ্যান্ড দ্য বায়োনিক উইম্যান, বায়োনিক শোডাউন ও দ্য সিক্স মিলিয়ন ডলার ম্যান অ্যান্ড বায়োনিক এভার আফটার নামে নির্মিত হয়।
-হলিউড রিপোর্টার।
পূর্ববর্তী নিবন্ধপবিত্র হজ পালিত : লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here