প্রচ্ছদ বিনোদন সিনেমার গানে আর কণ্ঠ দেবেন না লতা মুঙ্গেশকর

সিনেমার গানে আর কণ্ঠ দেবেন না লতা মুঙ্গেশকর

0
বিনোদন ডেক্স: উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকর আর নতুন কোন ছবিতে প্লেব্যাক করবেন না । কিছুদিন আগে তার পালন করা ৭৫তম জন্মদিনে তিনি এ ঘোষণা দিয়েছেন। তবে তিনি একেবারেই গান ছেড়ে দিচ্ছেন না। ছবিতে গান না গাইলেও আধ্যাত্মিক সঙ্গীত, ভজন টাইপ গান গাইবেন।
লতা মুঙ্গেশকর মাত্র ১৩ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন। সে হিসেবে গানের ক্যারিয়ারে এ শিল্পী পার করছেন ৭৫ বছর। তবে সিনেমার গানই গেয়েছেন বেশি। ।
এ প্রসঙ্গে লতা বলেন, ‘ছোটবেলা থেকেই জন্মদিন নিয়ে আমার কোনো উত্তেজনা ছিল না, এখনও নেই। এমনকি যখনই কেউ আমার জন্মদিন উদযাপন করে আমি একেবারেই খুশি হই না।
তবে আজ সবাইকে একটি ইচ্ছার কথা জানাব। সেটা হল আমৃত্যু গান গাইতে চাই। শুধু চলচ্চিত্রের নতুন গানে আমাকে আর পাওয়া যাবে না।
পূর্ববর্তী নিবন্ধচীনে মুসলিমদের কোরান ও জায়নামাজ হস্তান্তরের নির্দেশ
পরবর্তী নিবন্ধসু চির প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ডের একটি কলেজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here