প্রচ্ছদ বৃটেন সু চির প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ডের একটি কলেজ

সু চির প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ডের একটি কলেজ

0
অনলাইন ডেক্স: চলমান রোহিঙ্গা সংকটের প্রেক্ষিতে সমালোচনার মুখে থাকা মিয়ানমারের নেত্রী অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে অক্সফোর্ডের একটি কলেজ। যুক্তরাজ্যের অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজের মূল ভবনের প্রবেশদ্বারে ছিল সু চি ওই প্রতিকৃতি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সু চির প্রতিকৃতির জায়গায় একটি জাপানি চিত্রকর্ম বসানো হবে।
সু চি ১৯৬৭ সালে ওই সেন্ট হিউজ কলেজ থেকেই স্নাতক ডিগ্রি অর্জন করেন। গৃহবন্দী হওয়ার পর ১৯৯৩ সালে তাকে সম্মানসূচক ডক্টরেট দেয় ওই কলেজ। আর ২০১২ সালে মুক্তি পাওয়ার পর সু চি ডিগ্রি গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১১ আগস্টে রাখাইন রাজ্যে সেনা মোতায়েনের পর ২৫ আগস্ট রোহিঙ্গা ‘জাতিগত নিধন’ শুরু করে। ঘটনায় প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে রোহিঙ্গার সংখ্যা ৪ লাখ ৮০ হাজারে পৌঁছেছে  বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সমন্বয় কমিটি।

 

 

পূর্ববর্তী নিবন্ধসিনেমার গানে আর কণ্ঠ দেবেন না লতা মুঙ্গেশকর
পরবর্তী নিবন্ধসৌদিতে ‘দুর্নীতি বিরোধী’ অভিযানে প্রিন্স-মন্ত্রীসহ অনেকে আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here