অনলাইন ডেক্স: থাইল্যান্ডে ১৪ বছরের এক কিশোরীকে ৪০ পুরুষ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এ খবর জানায়।
খবরে বলা হয়, মা-বাবার নাইট ডিউটি থাকার কারণে ওই কিশোরীকে বাড়িতে একা থাকতে হতো। এরই সুযোগে ফাং না প্রদেশের ছোট্ট দ্বীপের কোহ রিডের ওই কিশোরীকে ধর্ষণ করে ৪০ পুরুষ। গত বছরের মে-ডিসেম্বরের মধ্যে সে ধর্ষণের শিকার হয়।
এদিকে প্রদেশের ডেপুটি গভর্নর এগারাত লেসেন বলেন, চলতি বছরের মার্চে কিশোরী প্রথম যৌন নিপীড়নের অভিযোগের কথা জানায়। তবে ধর্ষক ৪০ জনের সবাই কোহ রিডের বাসিন্দা নয়। এ কারণে দোষীদের খুঁজে বের করে তদন্ত করাটা বেশ কঠিন।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তবে তারা বর্তমানে জামিনে আছেন।
অন্যদিকে পুলিশ কর্মকর্তা বোনথায়ি তোরাকসা বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ সঠিক। তবে সংখ্যা ৪০ হবে না।