প্রচ্ছদ বিনোদন ৭ তারকার অংশগ্রহণে এশিয়ান টিভির ‘ঈদ সেলিব্রিটি কুক’

৭ তারকার অংশগ্রহণে এশিয়ান টিভির ‘ঈদ সেলিব্রিটি কুক’

0

অনলাইন ডেস্কএশিয়ান টিভিতে ঈদের প্রথম দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত তারকা শিল্পীদের নিয়ে ঈদের বিশেষ রান্নার অনুষ্ঠান সেলিব্রেটি কুক প্রচারিত হবে দুপুর ২.০৫ মিনিটে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা। পাঁচ তারকা হোটেলের স্বনামধন্য শেফ এর সঙ্গে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছেন অভিনেত্রী পূর্ণিমা, অভিনেত্রী মেহজাবিন, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, কণ্ঠশিল্পী কণা, কণ্ঠশিল্পী কর্ণিয়া, অভিনেত্রী আইরিন ও হিরা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানভীর তন্ময়।

অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে অভিনেত্রী পূর্ণিমা বলেন, ব্যস্ততার কারণে অনেক প্রিয় রান্না করতে চাইলেও অনেক সময় করতে পারি না। কিন্তু এই অনুষ্ঠানে এসে একটি প্রিয় রান্না করতে পারলাম এজন্য এশিয়ান টিভিকে অনেক অনেক ধন্যবাদ।

 

আঁখি আলমগীর বলেন, ‘স্টেজ শো এবং দেশের বাইরে থাকার কারণে রান্না খুব একটা করা হয় না। কিন্তু পছন্দের রান্না করতে আর খেতে অনেক ভালো লাগে।’

পূর্ববর্তী নিবন্ধইরানের সঙ্গে কাতারের সম্পর্ক পুনঃস্থাপন . তেহরানে আবারো রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে
পরবর্তী নিবন্ধকাবাঘর তাওয়াফ ও হজের পটভূমি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here