নারী ডেক্স: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ।
শনিবার বিপ্লবী এ নেতার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেন।
শোকবাতার্য় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘ফিদেল কাস্ত্রোর মৃত্যু বিশ্ব রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বিশ্ববাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
রাষ্ট্রপতি শোক বার্তায় কিউবার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কমিউনিস্ট নেতা ফিদেল কাস্ত্রোর।
১৯৭৪ সালে আলজিয়ার্সে জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে বৈঠক হয়েছিল তাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার সঙ্গে কিউবার এই নেতার সম্পর্কের কথা ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিসহ অন্য কমিউনিস্ট দলগুলোও কিউবার বিপ্লবী নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে।
একাত্তরে বাঙালিদের পক্ষে দাঁড়ানোয় ফিদেল কাস্ত্রোকে ২০১৩ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায়’ ভূষিত করে বাংলাদেশ সরকার।