প্রচ্ছদ বাংলাদেশ নারী ফুটবল দলের শিরোপা জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নারী ফুটবল দলের শিরোপা জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

0
অনলাইন ডেক্স: সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলে নেপালকে ১-০ গোল হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানিয়েছেন। আজ রবিবার রাতে এই জয়ের পর তিনি অভিনন্দন জানান।
এদিকে, টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ছিনিয়ে নিলো বাংলাদেশের মেয়েরা। গত আগস্ট মাসের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে পুরো আসর দুর্দান্ত খেলেও ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। তবে অপরাজিত দল হিসেবেই অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতল বাংলাদেশ।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আজ (রবিবার) সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল।
বিরতির পর প্রথম মিনিটে নেপালের দারুন একটা আক্রমণ তৎপরতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক রুনা চাকমা। তিন মিনিট পর মাসুরা পারভীনের একমাত্র (১-০) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন।