প্রচ্ছদ বিনোদন রানি মুখার্জী ও সঞ্জয় লীলা বানসালি আবারো একসঙ্গে কাজ শুরু করছেন

রানি মুখার্জী ও সঞ্জয় লীলা বানসালি আবারো একসঙ্গে কাজ শুরু করছেন

0
১২ বছর আগে একসঙ্গে কাজ করেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জী ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তাদের শেষ ছবি ছিল ‘ব্লাক’। এত বছর পর আবারো তারা একসঙ্গে কাজ শুরু করছেন বলে খবর শোনা যাচ্ছে।
মেয়ে জন্ম নেয়ার পর এখন পর্যন্ত বড়পর্দায় দেখা যায়নি রানিকে। আদিরাকে সময় দেওয়াটাই তার প্রধান কাজ বলেও ঘোষণা দেন। তবে বড়পর্দায় দ্রুত ফিরতে চাইছেন রানি। তার জন্য চাই একটা দুরন্ত কামব্যাক। সে জন্যই সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ফের কাজ করতে চাইছেন এ অভিনেত্রী।
রানির মুখপাত্র জানিয়েছেন, মাঝে ইন্ডাস্ট্রিতে জল্পনা ছিল, সঞ্জয় একটি ছবি রানিকে অফার করেছেন, কিন্তু রানি তা করতে রাজি হননি। এ সব একেবারেই গুজব। বরং সঞ্জয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
ধারণা করা হচ্ছে এবছরই ফিরবেন রানি। পুরোদমে তিনি চিত্রনাট্য পড়ার কাজে ব্যস্ত। তবে সঞ্জয়ের ছবি দিয়ে কামব্যাক হবে কি না তার উত্তর দেবে সময়। খবর ডিএনএ ইন্ডিয়া, ফিল্মবিট।
পূর্ববর্তী নিবন্ধভ্রমণ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল ট্রাম্পের
পরবর্তী নিবন্ধ‘তৃতীয় বাংলায় মুক্তিযুদ্ধ‘একটি নির্মোহ ইতিহাস সন্ধানী বই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here