অনলাইন ডেক্স: নোবেলজয়ী খ্রিস্টান ধর্মগুরু এবং মানবাধিকার নেতা ডেসমন্ড টুটু বলেছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণায় ঈশ্বর কাঁদছেন।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত বর্ণবাদবিরোধী এই নেতা ট্রাম্পের ঘোষণার নিন্দা জানিয়েছেন।
আর্চবিশপ ইমেরিটাস টুটু বলেছেন, ‘জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিয়ে আমেরিকার প্রেসিডেন্টের উসকানিমূলক এবং বৈষম্যমূলক ঘোষণায় ঈশ্বর কাঁদছেন। এখন আমাদের দায়িত্ব ট্রাম্পকে এটা বলা যে তিনি ভুল করেছেন।’ খবর এপির।
শান্তিতে নোবেলজয়ী টুটু বলেন, ঈশ্বর বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কোনো বৈষম্য করেন না। বিশ্বের সম্পদের ওপর যারা ঐশ্বরিক দাবির কথা বলেন তারা মিথ্যা বলেন।
দক্ষিণ আফ্রিকাও ট্রাম্পের এ ঘোষণার নিন্দা জানিয়ে বলেছে, তারা দ্বিরাষ্ট্রিক সমাধানের পক্ষে। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্রের একতরফা ঘোষণায় দক্ষিণ আফ্রিকা গভীরভাবে উদ্বিগ্ন। তারা ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি দেখতে চায়।