আন্তর্জাতিক ডেক্স: আফগান সরকারের সংবাদ সংস্থার প্রধান দাওয়া খান মেনাপলকে খুন করেছে তালেবানরা। শুক্রবার (৬ আগষ্ট) তথ্য ও সংবাদমাধ্যম বিভাগের সদর দফতরে ঢুকে তাকে গুলি করেছে তারা।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আফগান তালেবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, যাবতীয় সরকারি প্রচারের দায়িত্বে ছিলেন ‘ইনফরমেশন মিডিয়া সেন্টার’-এর ডিরেক্টর দাওয়া খান। তাই তাকে খুন করা হয়েছে। মুজাহিদ বলেন, ‘‘ওই সরকারি কর্তাকে কৃতকর্মের সাজা দেওয়া হয়েছে।’’
এর আগে বুধবার (৪ আগস্ট) আফগান প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লা খান মোহাম্মদির বাড়িতে হামলা চালিয়েছিল চার ফিদায়েঁ তালিবান জঙ্গি। ওই ঘটনার চার জঙ্গি ও কয়েকজন নিরাপত্তাকর্মী-সহ মোট ১২ জন নিহত হন।
এদিকে তালেবান মিলিশিয়া এবং আফগান সরকারি বাহিনীর লড়াই তীব্র আকার ধারণ করেছে। হেলমান্দ ও জোজ্জন প্রদেশের রাজধানী দখলের কাছাকাছি চলে এসেছে তালেবান যোদ্ধারা।