প্রচ্ছদ বাংলাদেশ একুশে পদক পেলেন ১৭ গুণী ব্যক্তি

একুশে পদক পেলেন ১৭ গুণী ব্যক্তি

0
অনলাইন ডেস্ক: ভাষা-শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতি স্বরূপ ১৭ গুণী ব্যক্তিকে একুশে পদক দেয়া হয়।
আজ সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭ সালে একুশে পদকের জন্য মনোনীতদের হাতে পদক ও সম্মাননা পত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর একুশে প্রদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে ভাষাসৈনিক অধ্যাপক ড. শরিফা খাতুন, ভাষা ও সাহিত্যে সুকুমার বড়ুয়া ও কবি ওমর আলী (মরণোত্তর)।
শিল্পকলায় (সংগীত) সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ, ওস্তাদ আজিজুল ইসলাম ও রহমতউল্লাহ আল মাহমুদ সেলিম।
শিল্পকলায় (চলচ্চিত্র) তানভীর মোকাম্মেল, শিল্পকলায় (ভাস্কর্য) সৈয়দ আবদুল্লাহ খালিদ, শিল্পকলায় (নাটক) সারা যাকের, শিল্পকলায় (নৃত্য) শামীম আরা নীপা।
সাংবাদিকতায় আবুল মোমেন ও স্বদেশ রায়, গবেষণায় সৈয়দ আকরম হোসেন, শিক্ষায় প্রফেসর ইমেরিটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, সমাজসেবায় অধ্যাপক ডা. মাহমুদ হাসান।
পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মােজাম্মেল হকের সাথে যুক্তরাজ্যেস্থ লিভারপুল বাংলা প্রেসক্লাব ইউ.কে মতবিনিময়
পরবর্তী নিবন্ধমেয়েকে নিয়ে মুসলিম সমর্থন সমাবেশে চেলসি ক্লিনটন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here