প্রচ্ছদ বিনোদন কোথায় গেল মাইকেল জ্যাকসনের ‘অস্কার’ ট্রফি

কোথায় গেল মাইকেল জ্যাকসনের ‘অস্কার’ ট্রফি

0

১৯৪০ সালে অস্কারে সেরা ছবি হয়েছিল ‘গন উইথ দ্য উইন্ড’। সেই ট্রফিটি ১৯৯৯ সালে নিলামে ওঠে। তখনই ট্রফিটি কিনেছিলেন জ্যাকসন।


 

খোঁজ মিলছে না মাইকেল জ্যাকসনের কেনা ‘গন উইথ দ্য উইন্ড’-এর অস্কার ট্রফির। ‘সথবি’-র নিলামে ১৯৯৯ সালে এই ট্রফিটি ৩ লক্ষ মার্কিন ডলার মূল্যে সংগ্রহ কিনেছিলেন কিংবদন্তি পপ তারকা।
১৯৪০ সালে অস্কারে সেরা ছবি হয়েছিল ‘গন উইথ দ্য উইন্ড’। সেই ট্রফিটিই নিলামে উঠেছিল। প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের সম্পত্তির দেখভাল করা সংস্থা জানিয়েছে এই ট্রফির কোনও খোঁজ নেই।
মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরে তাঁর উইল মোতাবেক সম্পত্তির মালিকানা পায় ট্রাস্ট্রি, যাতে জ্যাকসনের ছেলে-মেয়েরা ছাড়াও আছেন তাঁর মা। ক্যালিফোর্নিয়ায় পপ তারকার বিশাল খামারবাড়ি নেভারল্যান্ডের কোনও ঘরে তা পড়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই খামারবাড়ির কোনও গোপন সিন্দুকে ট্রফিটি রাখা থাকলে কী ভাবে তার খোঁজ মিলবে, তা নিয়ে চিন্তায় রয়েছে সম্পত্তির দেখভাল করা সংস্থা।

এবেলা

পূর্ববর্তী নিবন্ধস্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করিশমার
পরবর্তী নিবন্ধস্টিমার কারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here