প্রচ্ছদ নারী সংবাদ ব্রিসবেন ওপেনে শিরোপা জিতলেন সানিয়া

ব্রিসবেন ওপেনে শিরোপা জিতলেন সানিয়া

0
অনলাইন ডেস্ক: ব্রিসবেন আন্তর্জাতিক টুর্নামেন্টে ডাবলসের শিরোপা জিতে মৌসুমের প্রথম শিরোপা দখল করে নিয়েছেন সানিয়া মির্জা। যুক্তরাষ্ট্রের বেথেনি মাটেক-স্যান্ডসের সাথে জুটি বেঁধে সানিয়া চ্যাম্পিয়ন হন। তবে জয়ী হওয়া সত্তেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি তাকে হারাতে হয়েছে।
রাশিয়ান দ্বিতীয় বাছাই একাটেরিনা মাকারোভা ও এলিনা ভেসনিনা জুটিকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে শীর্ষ বাছাই ইন্দো-মার্কিন জুটি শিরোপা লাভ করেন। যদিও এই শিরোপা বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড় হিসেবে সানিয়ার ৯১ সপ্তাহের রাজত্বেও অবসান ঘটিয়েছে। তার স্থানে শীর্ষস্থানটি দখল করেছেন তারই পার্টনার বেথেনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সানিয়া বলেছেন, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এখানে খেলতে আসাটা সত্যিই অসাধারণ অনুভূতি। ভেসনিনা/মাকারোভার বিপক্ষে আমরা সবসময়ই ভাল ম্যাচ খেলি। কিন্তু শীর্ষস্থানটি হারিয়ে আমি একটুও বিচলিত নই। কারণ আমার স্থানে আমার বন্ধুই এই স্থানে আসীন হয়েছে।
গত বছর সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিসকে সাথে নিয়ে সানিয়া এই টুর্নামেন্টে শিরোপা লাভ করেছিলেন।
-বাসস।
পূর্ববর্তী নিবন্ধফ্লোরিডা বিমানবন্দরে সন্দেহভাজন গুলিবর্ষণকারী অভিযুক্ত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিবেন ১২ জানুয়ারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here