প্রচ্ছদ বিনোদন মনীষার ছবি দেখার জন্য শাহরুখের অনুরোধ

মনীষার ছবি দেখার জন্য শাহরুখের অনুরোধ

0
অনলাইন ডেস্ক: সাধারণত এধরনের অনুরোধ করতে তাকে দেখা যায় না। তবে এ বার একটি বিশেষ কারণে নিজের ভক্তদের কাছে অনুরোধ করে বসলেন শাহরুখ খান। টুইট করে জানিয়েছেন তার আবেদন।
শাহরুখ টুইট করেছেন, ‘আমার বন্ধু মনীষার ছবি ডিয়ার মায়া মুক্তি পেয়েছে। কারও কল্পনার থেকেও ও অনেক বেশি সুন্দর… সকলে হলে গিয়ে ছবিটা দেখুন প্লিজ।’
গত ২ জুন মুক্তি পেয়েছে মনীষার ছবি ‘ডিয়ার মায়া’। সেটাই সকলকে দেখতে অনুরোধ করেছেন বলিউড বাদশা। ‘দিল সে’ ছবিতে শাহরুখ ও মনীষা একসঙ্গে অভিনয় করছেন।মাঝে দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর সুস্থ হয়ে ফের বড়পর্দায় ফিরেছেন মনীষা।‘ডিয়ার মায়া’ ছবিতে এক মধ্যবয়সী মহিলার গল্প বুনেছেন পরিচালক সুনয়না ভাটনগর। এটি তাঁর ডেবিউ ছবি। মূল চরিত্রে অভিনয় করেছেন মনীষা।ইন্ডিয়ান এক্সপ্রেস।
পূর্ববর্তী নিবন্ধকম তেলে ঝটপট ভাপা ইলিশ (দেখুন ভিডিওতে)
পরবর্তী নিবন্ধআপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা জব্দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here