অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সোমবার সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৫ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লন্ডন মহানগর পুলিশ এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসবাদের প্রস্তুতি নেয়ার সন্দেহে ১৫ থেকে ১৯ বছর বয়সী এই ৫ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, গ্রেফতারকৃতরা একটি নিষিদ্ধ সংগঠনে যোগ দিতে যাওয়ার পরিকল্পনা করছিল।
তবে তারা কোথায় যাওয়ার পরিকল্পনা করছিল কিংবা কোন নিষিদ্ধ গোষ্ঠী তাদেরকে ওই সংগঠনে যোগ দিতে আগ্রহী করেছিল সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
-দ্য টেলিগ্রাফ।