প্রচ্ছদ রান্না কীভাবে বানাবেন গ্রিন চাটনি

কীভাবে বানাবেন গ্রিন চাটনি

0

‘গ্রিন চাটনি’, যাঁরা স্পাইসি খেতে পছন্দ করেন, তাঁদের জন্য খুব প্রিয় একটা ডিশ। যে কোনও ফ্রায়েড স্ন্যাকসের সঙ্গে টেস্টার হিসেবে দারুণ লাগে। শুধু ভাজাভুজি-ই বা কেন? বেকড খাবার থেকে তন্দুর আইটেম, গ্রিন চাটনি খাওয়া হয় সবের সঙ্গেই।


 

কীভাবে বানাবেন গ্রিন চাটনি?
খুব সহজ। ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন কোয়া, আদা, লেবুর রস হাতের কাছে থাকলেই আপনি বানিয়ে ফেলতে পারেন গ্রিন চাটনি। এবার আসা যাক, কোনটা কত পরিমাণ লাগবে? কীভাবে বানাবেন? সহজ রেসিপিটা দেখে নিন ভিডিওতে,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here