প্রচ্ছদ আন্তর্জাতিক মরক্কোয় বোরখা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ

মরক্কোয় বোরখা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ

0
অনলাইন ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে বোরখা উৎপাদন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মূলত দেশটির নিরাপত্তার খাতিরে এই পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্টরা।
সরকারিভাবে এখনো এ নিয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা মরক্কো-র এলই৩৬০ নিউজ ওয়েবসাইটকে জানিয়েছেন, বোরখা নিষিদ্ধের বিষয়টি মঙ্গলবার থেকে চালু হয়েছে সারা দেশে।
এই নিষেধের কথা জানিয়ে সোমবার বোরখা ব্যবসায়ীদের কাছে চিঠিও পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্দেশনা বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলো ৪৮ ঘণ্টা সময় পাবে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, ‘যদিও বোরকা মরক্কোয় বহুল ব্যবহৃত পোশাক নয়। বেশিরভাগ মুসলিম নারীই আব্রু রক্ষায় হিজাব ব্যবহার করে থাকেন। তাও দেশের নিরাপত্তার খাতিরেই এই নির্দেশ জারি করা হল। জঙ্গিরা যাতে বোরখা ব্যবহার না করতে পারে সে কারণেই এই নিষেধ জারি করা হয়েছে।’
এদিকে মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদ ইসলামের মধ্যপন্থি ধারার পক্ষপাতী। কিন্তু তার সরকারের এমন সিদ্ধান্তে মরক্কো জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
সূত্র- এএফপি ও দ্য হিন্দু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here