প্রচ্ছদ ফ্যাশন আবার শুরু হচ্ছে শারদ সাজে বিশ্বরঙের দিদি

আবার শুরু হচ্ছে শারদ সাজে বিশ্বরঙের দিদি

0
পোশাক ও ছবি: বিশ্বরঙ
অনলাইন ডেক্স: বিশ্বরঙ সুদীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাষ্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম। এই ২৫ বছরে বিশ্বরঙ বাংলাদেশের ফ্যাশন ইন্ডাষ্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে।

সেই ধারাবাহিকতায় ৬ষ্ঠ বারের মত শুরু হতে যাচ্ছে অনলাইন রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি-২০২১’। বিগত বছরগুলোতে ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি’ প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে প্রতিভার স্বাক্ষর রাখছেন। তারা হয়তো আগামী সময়ের উজ্জল নক্ষত্র হয়ে থাকবেন।
এবারের ৬ষ্ঠ ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি’ প্রতিযোগীতায় যেকোনো বয়সের, যেকোনো ধর্মের মেয়েরাই অংশগ্রহণ করতে পারবেন। লাগবে না কোনো রেজিষ্ট্রেশন ফি। বায়োডাটাসহ শারদ সাজে ছবি ও ভিডিও পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর এবং পাঠাতে হবে bishworangdidievent@gmail.com এই ঠিকানায়। এবারের প্রতিযোগীতায় বিচারক থাকবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্বরা।
পূর্ববর্তী নিবন্ধএলবি২৪ টিভির প্রতিনিধির সাথে সংঘটিত ঘটনার সংকট নিরসনে সিলেটের সাংবাদিক নেতাদের সাথে লন্ডন বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দের আলোচনা
পরবর্তী নিবন্ধহানি সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন স্ত্রী শালিনী তালওয়ার